আমজাদ হোসেনকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সম্ভাবনা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
দেশ বরেণ্য চিত্র পরিচালক আমজাদ হোসেনকে রাজধানী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করার সম্ভাবনা রয়েছে।শনিবার রাতে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ।
তিনি জানান, আমার মায়ের ইচ্ছা, বাবাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার, কিন্তু এখনো সে বিষয়ে পারিবারিকভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমার ছোট ভাই সোহেল আরমান এখনো থাইল্যান্ডে অবস্থান করছেন। সে বাবার মরদেহ দেশে নিয়ে আসার পর পারিবারিকভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো জানান, শনিবার ও রোববার থাইল্যান্ডে সাপ্তাহিক ছুটির দিন। এজন্য বাবার মরদেহ এরমধ্যে আনা সম্ভব হচ্ছে না। আশা করি, সোমবারের মধ্যে বাবার মরদেহ দেশে আনা সম্ভব হবে।
তিনি বলেন, বাবার মরদেহ দেশে আসার পর মোহাম্মদপুর বাবা মসজিদে নামাজ পড়তো সেখানে জানাযা হবে। এছাড়া দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নেয়া হবে তারপর শহীদ মিনারে নেয়া হতে পারে। অন্যদিকে গ্রামের (জামালপুর) লোকজনও শেষ বারের মতো বাবাকে দেখতে চাচ্ছে। সবকিছুই বাবাক নিয়ে আসার পর সিদ্ধান্ত চুড়ান্ত হবে।
আমজাদ হোসেন শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।
