কোইকা প্রেসিডেন্ট ঢাকা আসছেন রোববার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখতে আগামী রোববার (২০ জানুয়ারি) প্রথমবারের মতো ঢাকায় আসছেন কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা’র প্রেসিডেন্ট লি মাই কুয়াং।
কোরিয় দূতাবাস সূত্রে জানা গেছে, চার দিনের সফরে তিনি কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও বাংলাদেশে কোরিয়ার সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন। সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এতে কোইকা প্রেসিডেন্ট ৬ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে সহযোগিতার লক্ষ্যে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় কোইকা। এর অংশ হিসেবে বাংলাদেশেও বিপুল অর্থের বিনিয়োগ রয়েছে সংস্থাটির।
