সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালি আ`লীগের সৌজন্য সাক্ষাৎ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

১৪ জানুয়ারী গনভবনে ইতালী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ইতালি আওয়ামী লীগ সহসভাপতি জাহাঙ্গীর ফরাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনকে সঙ্গে নিয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করা হয়েছে তেমনিভাবে উপজেলা নির্বাচনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ইতালিতে আসার দাওয়াত দিলে প্রধানমন্ত্রী আপাতত ইতালি আসছেননা। তবে তার জার্মানি আসার সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম, ইতালী আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর ফরাজী, আবু সাইদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইতালী রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিল, ওঁম হিন্দু অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি অনুপ কুমার, মহিলা আওয়ামী লীগ ইতালির নেত্রী শাহনাজ আক্তার প্রমুখ।

নির্বাচনে দেশে এসে নৌকার পক্ষে নিজনিজ এলাকায় কাজ করায় প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ইতালি আওয়ামী লীগের কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন তিনি।