হাসপাতালে ভর্তি পরিচালক সাইদুল আনাম টুটুল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনয়শিল্পী এবং ছোট ও বড় পর্দার বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল।
শনিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আনা হয়। চিকিৎসক এই নির্মাতাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন।
সাইদুল আনাম টুটুলের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী মোবাশ্বেরা খানম বুশরা।
মোবাশ্বেরা খানম বলেন, কয়েক বছর আগে আরো একবার টুটুল হৃদরোগে আক্রান্ত হন। গতকাল রাত দুইটার দিকে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। তার বুকে ব্যথা হয়। রাত চারটার দিকে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার শ্বাসকষ্ট হচ্ছে। এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে। তিনি চিকিৎসক মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছেন সাইদুল আনাম টুটুল। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্য কাহিনি’ বই থেকে ‘কালবেলা’ ছবির গল্প নেয়া হয়েছে। ছবিটি প্রযোজনা করছে সাইদুল আনাম টুটুলের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আকার’। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শিশির আহমেদ ও তাহমিনা অথৈ। এর আগে সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
সাইদুল আনাম টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। বাংলাদেশের চলচ্চিত্রে ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো সিনেমার সঙ্গে রয়েছে তার সংশ্লিষ্টতা। এই ছবিগুলোর সম্পাদনা করেছেন তিনি।
