আমজাদ হোসনের মরদেহ আসবে সোমবার!
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মৃতদেহ সোমবার (১৭ ডিসেম্বর) দেশে আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।
তিনি জানান, সোমরার বাবার মরদেহ দেশের আনার চেষ্টা করছি। ব্যাংককে রোববার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে ফ্লাইটের বিষয়টা এখনো নিশ্চিত করতে পারিনি। তবে আশা করছি সোমরার দুপুরে সম্ভব না হলেও রাতের ফ্লাইটে বাবার মরদেহ দেশে আনা সম্ভব হবে।
প্রসঙ্গত, চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন।
