বিয়ের পর ‘রাজকীয়’ বাড়িতে উঠেছেন নিক-প্রিয়াঙ্কা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলস। জিপ কোড ৯০২১০। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আস্তানা এখন এটাই। বিয়ের পর নিকের সঙ্গে রাজকীয় বাড়িতে থাকছেন পিগি চপস। সেই বাড়িরই অন্দরমহল দেখে নেয়া যাক।

৪,১২৯ বর্গ ফুট জায়গা জুড়ে বিস্তৃত নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার এই বাংলো। ওয়েবসাইট টিএমজেড-এর রিপোর্ট অনুযায়ী, নিক-প্রিয়াঙ্কার নতুন এই বাড়িতে রয়েছে পাঁচটি বেডরুম। এছাড়া চারটি বাথরুম এবং একটি সুইমিং পুলও রয়েছে।

বেভারলি হিলসের এই বাংলো থেকে পুরো জায়গাটির মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন নিক এবং প্রিয়াঙ্কা। তা সে বারান্দা থেকেই হোক বা সুইমিং পুল থেকে।

টিএমজেড-এর রিপোর্ট অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়াকে প্রোপোজ করার কয়েক মাস আগেই বাংলোটি কিনে ফেলেছিলেন নিক জোনাস। বেভারলি হিলসের সুসজ্জিত এই বাংলোটির দাম ভারতীয় মূল্যে প্রায় ৪৫ কোটি টাকা (৬.৫ মিলিয়ন ডলার)।

কিছু দিন আগেই হানিমুন সেরে এসেছেন অভিনেত্রী। সোমবার থেকেই নিক এবং প্রিয়ঙ্কা থাকতে শুরু করেছেন পাহাড়ে কোলের সুন্দর এই বাংলোটিতে।

প্রসঙ্গেত, গত বছর ডিসেম্বরের শুরুতেই জোধপুরের উমেদ ভবনে গাঁটছড়া বাঁধেন নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া। হিন্দু এবং খ্রিস্টান দু’রকম প্রথা মেনেই বিয়ে করেন তারা।
