সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

প্রধানমন্ত্রীকে ঘানা, পোল্যান্ড ও কম্বোডিয়ার অভিনন্দন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় শেখ হাসিনাকে পৃথকভাবে অভিনন্দন জানিয়েছেন ঘানা, পোল্যান্ড ও কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীরা।

ঘানার প্রেসিডেন্ট নানা আদ্দো দানকাওয়া আকুফো আদ্দো, পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ নরওস্কি এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন পৃথক পৃথক বার্তার মাধ্যমে এ অভিনন্দন জানান।

বুধবার ঘানার প্রেসিডেন্ট এক অভিনন্দন বার্তায় বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এবং আমাদের জনগণের প্রত্যাশা পূরণে বহুমুখী প্রচেষ্টা হিসেবে আপনার (শেখ হাসিনা) সঙ্গে কাজ করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এ প্রেক্ষিতে তিনি বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় শেখ হাসিনার নেতৃত্বের এবং বাংলাদেশের জনগণের ভূয়সী প্রশংসা করেন।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীও অনুরূপ এক পৃথক বার্তায় শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের জনগণের ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন।

তিনি বাংলাদেশ এবং কম্বোডিয়ার মধ্যকার বিরাজমান বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বহুমুখী কর্মকাণ্ড আরো জোরদারে শেখ হাসিনার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ নরওস্কি এক অভিনন্দন বার্তায় পুনরায় প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

এ বার্তায় তিনি দু’দেশের মধ্যকার পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে চিরাচরিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন।