সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন আসেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভা কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিগত সরকারগুলোর মতোই প্রধানমন্ত্রী এবারো দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের কাজে গতি আনতে মন্ত্রণালয়গুলো পরিদর্শন করার উদ্যোগ গ্রহণ করেন। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো মন্ত্রণালয় পরিদর্শন করবেন।