সংরক্ষিত আসনে আজই শেষ আ’লীগের মনোনয়ন বিতরণ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচনের প্রক্রিয়া। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে আওয়ামী লীগের মনোনয়নের আবেদন ফরম বিতরণ কার্যক্রম। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এর আগে মঙ্গলবার ও বুধবার দু’দিনে মোট ১ হাজার ৫৭টি মনোনয়নের আবেদনপত্র বিতরণ করেছে ক্ষমতাসীন এই দলটি।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপ-দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বুধবার বিকেল ৬টা পর্যন্ত ৪৩১টি এবং মঙ্গলবার ৬২৬টি মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হয়। ফলে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১ হাজার ৫৭টি মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস রহমানকে মনোনয়ন ফরম দেয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
এদিকে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নের আবেদনপত্র বিতরণের সঙ্গে চলছে জমা নেয়ার কাজও। মনোনয়নের আবেদনপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনে এমপি হতে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করা প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে রয়েছেন, সাবেক এমপি সারাহ বেগম কবরী, মৌসুমী, সুজাতা, ফাল্গুনী হামিদ, সূবর্ণা মোস্তফা, অঞ্জনা, দিলারা, অরুনা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাহনূর, অপু বিশ্বাস, তারিন ও জ্যোতিকা জ্যোতি প্রমুখ।
