শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে হবে: তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার

নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যারা হাত মিলিয়ে ঐক্য করেছে তাদের বিরুদ্ধে দেশবাসী যেনো রুখে দাঁড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে গড়া দল আওয়ামী লীগ যেনো প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারো বিজয় হয়। এটিই আমার বিজয় দিবসের প্রত্যাশা।

রোববার ভোলায় মহান বিজয় দিবসে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সঠিক পথে এগিয়ে চলেছে। এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে ২০০১ সালের মত বাংলাদেশ ধ্বংশের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সে জন্য বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

 

এ সময় শহীদ বেদিতে ফল দিয়ে শ্রদ্ধা জানান ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, এসপি মো. মোকতার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।