মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫   শ্রাবণ ২১ ১৪৩২   ১০ সফর ১৪৪৭

চেহারা শনাক্তকরণ প্রযুক্তিও নিরাপদ নয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

পাসওয়ার্ড মনে রাখার যন্ত্রণা এড়াতে চেহারা শনাক্তকরণ প্রযুক্তির স্মার্টফোন লক পদ্ধতি ব্যবহার করেন অনেকেই। কিন্তু এ পদ্ধতিও নিরাপদ নয়, ব্যবহারকারীর অজান্তেই তাঁর চেহারার ছবি কাজে লাগিয়ে খুলে ফেলা যায় স্মার্টফোনের লক। এ জন্য চালাতে হবে না সাইবার হামলা, জানতে হবে না কঠিন প্রগ্রামিংও। সাধারণ প্রিন্টারে ব্যবহারকারীদের চেহারার নির্দিষ্ট অংশের ছবি প্রিন্ট করে স্মার্টফোনের সামনে ধরলেই হবে, জানিয়েছে ডাচ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন। সংগঠনটির গবেষণার তথ্য অনুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের চেহারা শনাক্তরণ প্রযুক্তির ১১০ মডেলের স্মার্টফোনের ওপর জরিপ চালিয়ে ৪২ মডেলের স্মার্টফোনের লক ছবি দেখিয়ে খোলা সম্ভব হয়েছে। তবে এই পদ্ধতির সাহায্যে আইফোনের চেহারা শনাক্তরণ প্রযুক্তিকে বোকা বানানো যায়নি।

সূত্র : ম্যাশেবল