শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

দেশে ফিরেই ফাগুন হাওয়ায় ছবির প্রচারণায় তৌকীর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

আমেরিকায় সপরিবারে দীর্ঘ এক মাস অবকাশযাপন শেষে ১০ জানুয়ারি দেশে ফিরেছেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। দেশে এসেই তার পরিচালিত নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’-এর প্রচারণা শুরু করেছেন।

 

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ছবিটি মুক্তি পাবে আগামী ৮ ফেব্রুয়ারি। তার আগেই প্রচারণায় নামলেন তৌকীর। ঢাকা শহরেই আপাতত প্রচারণা চালাচ্ছেন তিনি।

এর পাশাপাশি কিছুদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছবিটির প্রচারণা চলছে। দেশব্যাপী প্রচারণার পরিকল্পনাও সাজাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘নতুন ছবি মুক্তির আগে প্রচারণা চালানোর বিষয়টি এখন বেশ গুরুত্ব পাচ্ছে। এর ফলে সিনেপ্রেমী দর্শকরা আগে থেকেই ছবি সম্পর্কে একটি ধারণা পেয়ে থাকেন।

এতে করে দর্শকও এক ধরনের প্রস্তুতি নেয়ার সুযোগ পান। এটি আমার পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ একটি ছবি। ভাষা আন্দোলন নিয়ে ছবি নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে ভালো লাগছে।

দর্শক যদি ছবিটি দেখেন তাহলে সবার পরিশ্রম সার্থক হবে। এ ছবির প্রত্যেক অভিনয়শিল্পী আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। আমিও চেষ্টা করেছি সাধ্যমতো।’ এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম, ফারুক আহমেদ প্রমুখ।

অন্যদিকে কিছুদিন আগে একটি ওয়েব শর্ট ফিল্ম নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। ‘বিরহ উত্তর’ শিরোনামের সেই শর্ট ফিল্মটি কলকাতার হৈচৈ নামের একটি প্লাটফর্ম থেকে আগামী ভালোবাসা দিবসে প্রচার হবে। এটি প্রযোজনা করেছে কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস।