“উন্নয়ন ও অগ্রগতির জন্য দরকার,মহাজোট সরকার"
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
ঢাকা-৬ আসনের লাঙ্গলের প্রার্থী কাজী ফিরোজ রশিদ বলেছেন, দেশের সব ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতি বলে দেয়, সুষ্ঠু ভোট হলে পুনরায় ক্ষমতায় আসবে মহাজোট। মনে রাখতে হবে, মহাজোটের পরাজয় মানে উন্নয়ন ও অগ্রগতির পরাজয়। উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় দেশবিবোধীরা। তাই মহাজোট ও নির্বাচন নিয়ে নানান ধরণের কুৎসা রটাচ্ছে।
রোববার কাজী ফিরোজ দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় বিভিন্ন পথসভায় এসব কথা বলেন।
সকালে তিনি পুরান ঢাকার পাতলাখান লেনে নিজের জন্য লাঙ্গলে ভোট চান। এসময় স্থানীয় যুবলীগ ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর সেন্ট্রাল গার্লস স্কুলে মহিলা সমাবেশেও বক্তব্য রাখেন তিনি। পরে লক্ষীবাজার ও ধোলাইখালে লাঙ্গলের পক্ষে প্রচার মিছিলেরর নেতৃত্ব দেন তিনি। বিকেলে পরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে যুবলীগ আয়োজিত সমাবেশেও বক্তব্য রাখেন কাজী ফিরোজ। এসময় আরো বক্তব্য রাখেন যুবলীগের ঢাকা মহানগরের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম স্বপন, আইয়ুব আলী খান, স্থানীয় কাউন্সিলর আরিফ হোসেন ছোটন, জাপা নেতা হাজী ফারুক, তরুন বসু, আবুল কালাম আজাদ প্রসুখ।
