সাকিবদের মাটিতে নামানোর পর যা বললেন মিরাজ
খেলা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
একটি বিশেষ কারণে সবার নজর কেড়েছিল ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস লড়াই। এ ম্যাচে নিজ নিজ মায়ের নাম লেখা জার্সি পরে খেলতে নেমেছিলেন রাজশাহী ক্রিকেটাররা। জার্সিতে মায়ের নাম লেখা থাকায় বেশ উচ্ছ্বসিত ছিলেন মিরাজরা। স্বাভাবিকভাবেই ম্যাচটা জিততে এবং জয়টা মায়েদের উৎসর্গ করতে মুখিয়ে ছিলেন তারা। অবশেষে তাদের লক্ষ্যও পূরণ হয়েছে। ডায়নামাইটসদের ২০ রানে হারিয়েছেন কিংসরা।
বিপিএল-২০১৯ এ রীতিমতো উড়ছিলেন সাকিব বাহিনী। ঢাকা পর্বে চার ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছিলেন তারা। সিলেটে এসে এবারের আসরে পুঁচকে রাজশাহীর কাছে ধরা খেতে হলো তাদের। আকাশ থেকে সোজা নেমে যেতে হলো মাটিতে। এ প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল ঢাকা।
অন্যদিকে সবশেষ ম্যাচে হেরেছিল রাজশাহী। ‘মায়েদের অনুপ্রেরণায়’ দুর্দান্ত জয়ে জয়ের ধারায় ফিরল দলটি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, আমাদের ব্যাটাররা ভালো করেছেন। বিশেষ করে মার্শাল ও নাফীস। এদিনও আমাদের লোয়ারঅর্ডাররা ভালো করতে পারেননি। আশা করছি, সামনে ম্যাচে আমরা ভালো করব। শেষদিকে আরো কিছু রান যোগ করতে পারব।
