লাঙ্গলে ভোট চেয়ে আওয়ামী লীগ-ছাত্রলীগের প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
ঢাকা-৪ আসনে মহাজোট প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে দিনভর প্রচারণা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার দুপুরে ছাত্রলীগ বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে বাবলার পক্ষে প্রচার মিছিল করেন। মিছিলটি ধোলাইপাড় থেকে শুরু জুরাইন, মীরহাজীরবাগ হয়ে জুরাইন রেলস্টেশন গিয়ে শেষ হয়। একই সময়ে ৫৭ এবং ৫৮ নম্বর ওয়ার্ডে প্রচার মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।
নির্বাচনী প্রচারণার ৬ষ্ঠ দিনে সকাল সাড়ে ১০টায় শ্যামপুর বালুর মাঠ থেকে প্রচারণা শুরু করেন ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। সেখানে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও জাপা নেতাদের নিয়ে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে প্রচার মিছিল করেন।
দুপুরে তিনি ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবলা। সেখানে এমপি সানজিদা খানম, জাপা নেতা ইব্রাহিম মোল্লা ও কাউসার আহমেদ বক্তব্য রাখেন। এরপর তিনি ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। বিকাল ৩টায় আলমবাগে এক পথসভায় বক্তব্য রাখেন বাবলা পত্নী আসমা হোসেন।
বিকেলে কদমতলী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ ও জাপা নেতাদের নিয়ে নির্বাচনী প্রচার মিছিল ও মুন্সীবাড়ী এলাকায় এক পথসভা করেন বাবলা। সেখানে বক্তব্যে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় সন্ত্রাসের কোনো স্থান নেই। মাদকের স্থান নেই। এ ধারাকে অব্যাহত রাখতে হলে, অপশক্তিকে রোধ করতে হবে। তথাকথিত ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসার জন্য মরিয়া। জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনে, তারা অন্ধকার পথে ক্ষমতায় আসতে চায়।
