টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্য, মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন নেতারা।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে.কর্নেল (অবসরপ্রাপ্ত) মহাম্মদ ফারুক খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, যুগ্ম সাধারন সম্পাদক এস,এম আক্কাস আলি, গোপালগঞ্জ পৌর সভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারন সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলার সাবেকে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন সরদারসহ সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে জেলা, উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
