শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

আইসিটি মন্ত্রীদের অভিনন্দন জানালো ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফুল দিয়ে অভিনন্দন জানান আওয়ামীলীগ পন্থী আইসিটি উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’ এর নেতৃবৃন্দ।

বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার এবং তারুণ্যের অহংকার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রসৈনিক জুনায়েদ আহমেদ পলককে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’এর আহবায়ক লিয়াকত হোসেন।

নেতৃবৃন্দ আশাবাদ প্রকাশ করেন এই দুই মন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে এবং ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়িত হওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।