প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের অভিনন্দন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৯ এএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট ও পোল্যান্ডের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ- ক্যানেল বেটমুডেজ বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন।
কিউবার নেতা দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার ব্যাপারে তার আগ্রহ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী মেটিউৎজ মোরাউইসকেল বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই এবং এ সম্মানীত ও দায়িত্বশীল পদে আপনার সাফল্য কামনা করি।
তিনি আশা প্রকাশ করেন, গতিশীলভাবে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে, যা অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে পরিণত হবে।
