মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৭ ১৪৩১   ২১ শাওয়াল ১৪৪৫

নোবেলের পুরো অর্থে হাসপাতাল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরাকের নাদিয়া মুরাদ। এই পুরস্কারের ৫ লাখ ডলারের পুরোটা দিয়ে তিনি হাসপাতাল বানাবেন। উত্তর ইরাকে নিজ শহর সিনজারে যৌন নির্যাতনের শিকার নারী ও কিশোরীদের জন্য এ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। শনিবার এ খবর দিয়েছে রয়টার্স।

এরই মধ্যে নাদিয়ার এ পরিকল্পনায় ইরাক ও কুর্দিস্তান সরকারও সমর্থন করেছে। এজন্য ইরাকি কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানত আইএস যোদ্ধাদের হাতে নির্যাতিত নারীদের চিকিৎসার সুযোগ থাকবে এ হাসপাতালে।

গত সোমবার যৌন সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়া কঙ্গোর ডাক্তার ডেনিস মুকওয়েজ (৬৩) ও ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের নারী অধিকারকর্মী নাদিয়া মুরাদ (২৫) নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। নাদিয়া ও ডেনিস এ বছর যৌথভাবে শান্তি পুরস্কার পেয়েছেন। তারা অসলোতে সে পুরস্কার গ্রহণ করবেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটি অক্টোবরে তাদের নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করে। যুদ্ধের অস্ত্র ও সশস্ত্র সংঘাতে যৌন সহিংসতার ব্যবহার বন্ধ করার প্রচেষ্টা চালানোয় নাদিয়া ও ডেনিসকে এ পুরস্কার দেয়া হয়।