বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন বাবলী

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এখন তোড়জোড় চলছে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের। ফলে নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনে কারা থাকবেন তা নিয়ে চলেছে জোড় আলোচনা। নারায়ণগঞ্জে মহাজোটের বিশাল জয়ের ফলে এই আসনে নির্বাচিত হওয়ার সম্ভাবনা মহাজোট সমর্থিত প্রার্থীরাই এগিয়ে। ফলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের দিকেই সকলের উৎসাহী চোখ।

এদিকে ১৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ। আর প্রথম দিনেই আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়ন ফরম তোলেন এড. হোসনে আরা বাবলী। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে একক ভাবে মনোনয়ন পেয়ে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীর পক্ষে দলের আনুগত হয়ে মাঠ পর্যায়ে প্রচার, প্রচারণা, উঠান বৈঠক এবং নির্বাচনী সভা সমাবেশে সরব দেখা গেছে। 

অন্যদিকে, মহিলা আসন বিন্যাসের অনুপাতে জাতীয় পার্টিও নারায়ণগঞ্জের এই সংরক্ষিত মহিলা আসনের অংশীদার। জাতীয় পার্টি ইতিমধ্যে নারায়ণগঞ্জের রাজনীতির গুরুত্বপূর্ণ বলয় ওসমান পরিবারের উত্তরসূরি প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিণী এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন ওসমান। ফলে এবারের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হতে যাচ্ছে প্রতিযোগিতামূলক এমনটাই ভাবছেন রাজনৈতিক মহল।