পুরনো প্রেমিকেই ভরসা
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ফিল্মি ক্যারিয়ার মোটেও ভালো যাচ্ছে না। ক্যাটরিনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দু দু'টি ছবি 'জিরো' ও 'থাগস অব হিন্দোস্তান' বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারে নি। তবে এ থেকে বেরিয়ে আসার জন্য পুরনো প্রেমিক বলিউড সুপারস্টার সালমান খান অভয় দিয়েছেন তাকে।
ডেকান ক্রনিকেল জানায়, কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি সুজা পরিচালিত নাচ নিয়ে সিনেমা এবিসিডি- ৩ এ বরুণ ধাওয়ানের বিপরীতে কাজ করার কথা ছিল ক্যাটরিনা কাইফের। কিন্তু সালমান খান অভিনীত 'ভারত' ছবির কাজ চলছে জোর কদমে। সেখানে কাজ করছেন ক্যাটরিনা কাইফ।
এ কারণে তিনি সেই ছবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তখন অনেকেই বলাবলি করছিলেন, তবে কি ছবি 'ফ্লপের' ভয়েই ক্যাটরিনার এমন সিদ্ধান্ত।
তবে 'ভারত' থেকে যখন প্রিয়াঙ্কা বেরিয়ে যায়, তখন সালমান খান ক্যাটকে তার বিপরীতে অভিনয়ের জন্য প্রস্তাব দেন এবং অভিনয় করার জন্য রাজিও হয়ে যান। বলিউডে এও কথা শোনা যায়, ক্যাটরিনার যেকোন ছবিতে অভিনয় করার আগে 'ভাইজান' খ্যাত সালমান খানের পরামর্শ নেন তিনি।
এর আগে সালমানের এক ঘনিষ্ট বন্ধুর বরাতে জানা যায়, 'জিরো' ও ' থাগস অব হিন্দোস্তান' ছবিতে 'ভাইজানের' পরামর্শে কাজ করেন।
ক্যাটরিনার এ থেকে উত্তরণের সমাধান প্রসঙ্গে সালমান বলেন, 'আমি চাই ক্যাটরিনা স্বাধীনভাবে কাজ করুক এবং সে যেটা সিদ্ধান্ত নিবে সেটাই যেনো ফলপ্রসু হয়।'
এখন দেখার বিষয় 'ভারত' ছবিতে সালমানের হাত ধরে বক্স অফিসে নিজেকে কতদূর নিয়ে যান ক্যাটরিনা কাইফ।
