মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

শহীদদের স্মৃতি বেদি, লাল-সবুজে ম্লান

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:১৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার

লাল, নীল, সবুজের নানা রঙ বেরঙের সাজে নিজেকে সাজিয়ে উপস্থাপন করছেন নারীরা। সেই সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে নেই ছেলেরাও। এদিকে চোখে পড়ার মত যুবক যুবতিদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বৃদ্ধ নারী পুরুষরা। তারাও নিজেকে সাজিয়েছে বিজয়ের রং লাল সবুজের রঙে।

সময় যতই গড়াচ্ছে কানা কানায় ভরে যাচ্ছে মানুষের উপস্থিতি। চারপাশে সব খালি জায়গা দখল করে যে যার মত করে আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা যাচ্ছে।

রোববার মহান বিজয় দিবস উপলক্ষে ভোর থেকে আসতে শুরু করে সবস্তরের মানুষ।

 

বেলা যত গড়াচ্ছে বাড়তে শুরু করেছে মানুষের ভীড়। তবে এখন যারা ভীড় করছেন তারা শ্রদ্ধা জানাতে নয়, এসেছে বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, আবার কেউ বা পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে।

 

কর্মব্যস্ত জীবনে তেমন করে সময় দেয়া হয়ে উঠে না বলেই বিশেষ দিন গুলোর অপেক্ষায় থাকা। এমনই মত প্রকাশ করছেন এখানে আসা অনেকেই।

 

ঘুরতে আসা কয়েক জন ডেইলি বাংলাদেশকে বলেন, আজ অনেক ঘুরাফেরা করব। কারণ পড়াশুনার চাপে তেমন করে ঘুরাফেরা করা হয়ে উঠে না। আজ সুযোগ পেয়েছি বলেই সব বান্ধবীরা মিলেই চলে এলাম।

সাভার ইন্ডাস্ট্রিয়াল এলাকার সুবাদে গার্মেন্টস কর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মত। তারা কর্ম জীবনে দম ফেলার সময় পায় না। তাই কোনো সরকারি ছুটির দিকে তাকিয়ে থাকে আবার সব সরকারি ছুটিও জোটে না তাদের কপালে। এমন কষ্টের কথা জানালেন ‍ঘুরতে আসা বেশ কিছু গার্মেন্টস কর্মী।

শুধু তারাই নয়, সরকারি, বেসরকারি সব চাকরিজীবীদের যেন আজ ছুটি। এই অল্প সময়ের আনন্দঘন মহুর্তকে কেউ যেন মিস করতে নারাজ।

 

 

তাই পরিবারের কাজ-কর্ম শেষ করে ছুটে আসছেন পরিবারের সবাইকে নিয়ে। কাটিয়ে যাচ্ছেন কিছু আনন্দঘন মহুর্ত। এই এলাকাতে সকালেও তেমন লোক দেখা যায়নি। কিন্তু সময়ের ব্যবধানে পালাক্রমে বেড়ে চলেছে মানুষের ঢল।

 

শ্রদ্ধা জানাতে হোক বা ঘুড়তে আসা হোক, তাদের নিরাপত্তায় বেশ সচেতন থাকতে দেখা গেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। স্মৃতিসৌধ এলাকার চার পাশে এবং ভেতরের সব জায়গাতে তাদের বিচরণ দেখা গেছে।

তবে, রাজনৈতিকসহ সব অঙ্গ সংগঠনগুলো নিজ নিজ ব্যানারে ছোট বড় মিছিল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।