সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

সিলেট পর্ব থেকেই জিং বেল!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)। আর এদিন থেকেই মাঠে জ্বলতে দেখা যেতে পারে জিং বেল!

বিপিএল শুরু হওয়ার আগেই আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, এবারের বিপিএলে ব্যবহার করা হবে অত্যাধুনিক সব প্রযুক্তি। এরই ধারাবাহিকতায় এলইডি স্ট্যাম্প ও জিং বেলের ব্যবহার করার কথাও বলা হয়েছিল।

যদিও বিপিএল শুরু হয়ে ঢাকা পর্বের প্রথম অংশের ইতি ঘটলেও এখনো জিং বেলের দেখা পাওয়া যায়নি। আর এর কারণ হিসেবে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে- ‘টেকনিক্যাল সমস্যা’। তবে জিং বেল দেখার অপেক্ষা ফুরাতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম মূল আকর্ষণ এই ‘জিং বেল’ দেখা যেতে পারে সিলেট পর্বের প্রথম দিন থেকেই।

ক্রিকেটের আধুনিকায়নের সঙ্গেই জন্ম টি-টোয়েন্টি ফরম্যাটের। আর এই ফরম্যাটে স্ট্যাম্প ও বেলে স্পর্শ লাগলেই বাতি জ্বলার এই আধুনিক প্রযুক্তি বেশ প্রশংসিত ও জনপ্রিয়। সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মত এমন প্রযুক্তি দেখা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রযুক্তির ব্যবহারের দিক থেকে বিপিএলের ষষ্ঠ তথা চলমান আসর বিগত আসরগুলোর চেয়ে বেশ এগিয়ে। এবারের আসরে বাড়ানো হয়েছে সম্প্রচারের মান, বেড়েছে ক্যামেরার সংখ্যা। দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে স্পাইডার ক্যামেরা। এর ফলে আগের চেয়েও ভালো মানের সম্প্রচারব্যবস্থা বজায় রাখা সম্ভব হয়েছে।

এছাড়াও প্রথমবারের মত বিপিএলে ব্যবহার করা হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস প্রযুক্তি। যদিও শুরুতে আলট্রা এজ প্রযুক্তির অভাবে সেই ডিআরএসের ব্যবহার ছিল বিতর্কিত। আম্পায়াররা অনেকটা অনুমানের উপর নির্ভর করেই দিচ্ছিলেন খেলোয়াড়দের দ্বিধার সিদ্ধান্ত! এ নিয়ে আলোচনা-সমালোচনার পর ঢাকা পর্বের প্রথম অংশেই দেখা মেলে পূর্ণাঙ্গ ডিসিশন রিভিউ সিস্টেম প্রযুক্তির।

এবার বিপিএলকে আরো ‘রঙিন’ করে তুলতে ব্যবহৃত হতে যাচ্ছে জিং বেল প্রযুক্তিও। সিলেটের মাটিতে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টটি জমে ক্ষীর হল বলে!