প্রধানমন্ত্রীর ৫ উপদেষ্টাকে নতুন করে নিয়োগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪১ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রধানমন্ত্রীর আগের মেয়াদের পাঁচ উপদেষ্টাকেই রাখা হয়েছে।
নিয়োগ পাওয়ারা হলেন, রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
