ডিম খাওয়ার অভিনব প্রতিযোগিতা!
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২১ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

এক মিনিটে কয়টা ডিম খেতে পারবেন আপনি? এই প্রশ্ন নিয়েই অনলাইন ফুড রিভিউ প্রতিষ্ঠান ‘ফুডি’ আয়োজন করে এক মিনিটে ডিম খাওয়ার অভিনব প্রতিযোগিতা। আর এতে অংশ নেন দুই জনের মোট তিনটি গ্রুপ।
অভিনব এ প্রতিযোগিতায় প্রতিযোগীরা বেশ আনন্দ নিয়েই অংশ নেন। কেউ খান দুইটি ডিম কেউ আবার মিনিট শেষের আগেই খেয়ে ফেলেন চারটি করে ডিম।
খাবার খাওয়ার মাধ্যমে মানুষকে বিনোদিত করতেই এমন অভিনব আয়োজন শুরু করেছে ফুডি। ভোজন রসিকদের আনন্দ দিতে প্রতি সপ্তাহে 'ফুডি উইথ ফুড চ্যালেঞ্জ' নামে এ অভিনব প্রতিযোগিতা চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি। বিভিন্ন সময়ে নানা ধরনের খাবার নিয়ে সাজানো হবে প্রতিটি পর্ব। শিগগিরই এই প্রতিযোগিতা নিয়ে দেশের পথে প্রান্তরেও ছুটে যাবে ফুডি টিম। এমনটিই জানান ফুডি কর্তৃপক্ষ।