সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অফিস করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪১ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করবেন বলে জানা গেছে। ওই দিন তিনি মন্ত্রণালয়ের চলমান কাজগুলো তদারকির পাশাপাশি কর্মকর্তাদের নতুন দিক নির্দেশনা দেবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী দুটি বিভাগ ও চারটি মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বও তার হাতে। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুর-১ আসন থেকে নির্বাচিত সাংসদ ফরহাদ হোসেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন।

মন্ত্রণালয় সূত্র জানা গেছে, আগামী ১৭ জানুয়ারি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনের কথা ছিল প্রধানমন্ত্রীর। পরে তারিখ পরিবর্তন করে ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার আগমন উপলক্ষে প্রস্তুতি নিয়েছে মন্ত্রণালয়। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শনের পরিবর্তিত তারিখ জানা যায়নি।

এ বিষয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার বলেন, ‘১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসার কথা ছিল। তবে ওই দিন তিনি আসছেন না। নতুন তারিখ এখনো জানানো হয়নি।’

কামাল উদ্দিন তালুকদার আরও বলেন, ‘মন্ত্রণালয় পরিদর্শনের সময় বিগত সময়ে হাতে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন বলে আশা করছি।’

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন এ মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন।