সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক যুব টেনিসের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৬ এএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

থাইল্যান্ডের ব্যাংককে চলমান আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডিভিশন টু টেনিস প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সোমবার বালক ও বালিকা উভয় বিভাগে বাংলাদেশের খেলোয়াড়রা দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন।

বালক এককের মূল পর্বে বাংলাদেশের মাহাদী হোসেন আলভি ২-০ সেটে নেপালের চিরাগ তিমিলসেনাকে জুবায়েদ উৎস একই ব্যবধানে ভুটানের তবদেন শেরিংকে এবং মো. রুমান হোসেন একই ব্যবধানে মঙ্গোলিয়ার আনদ্রাখ জিউরেভদর্জকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

বালিকা এককের মূল পর্বে বাংলাদেশের মাসফিয়া আফরিন ২-০ সেটে কম্বোডিয়ার রিকমি লাওকে, সুবর্ণা খাতুন একই ব্যবধানে ম্যাকাওয়ের গেমে জিং ইং চংকে এবং সাদিয়া আফরিন একই ব্যবধানে তাজিকিস্তানের মদিনা জাফারিকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।