বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

অপারেশন থিয়েটারে নার্সকে চুম্বন, চিকিৎসক বরখাস্ত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

অপারেশন থিয়েটারে এক নার্সকে চুম্বন করে চাকরি হারালেন এক চিকিৎসক। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী জেলার একটি সরকারি হাসপাতালে ঘটেছে এ ঘটনা।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের ৪৯ বছর বয়সী শল্য চিকিৎসক এক নারীকে চুম্বন করছেন এমন একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে হাসপাতালের অপারেশন থিয়েটারেই ঘটেছে ওই ঘটনা। ওই নারী হাসপাতালের একজন নার্স ছিলেন। ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে হাসপাতালের নার্সদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে।

জেলা শাসক শশাঙ্ক মিশ্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই চিকিৎসককে এমন অবাঞ্ছিত আচরণের জন্য বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

অন্যদিকে, জেলার প্রধান মেডিকেল অফিসার ডাক্তার মোহন মালব্য জানান, এ ঘটনায় ডিভিশনাল কমিশনার তদন্ত করবেন।  তবে ঘটনাটি অপারেশন থিয়েটারে ঘটেনি বলে তিনি দাবি করেন।

পুলিশের কাছে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ করা হয়নি। শোনা যাচ্ছে, নার্সদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের আরও আপত্তিকর ভিডিও আগেও এসেছে।