শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। 'থ্রি ইডিয়টস', 'পিকে', ছবির পর গেল বছর তার 'সঞ্জু' ছবিটি মুক্তি পায়। এ ছবির নিজ সহকারীকে তিনি যৌন হেনস্তা করেছেন বলে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে।

এদিকে তার সহকারীকে নিয়ে ওঠা অভিযোগকে 'বিদ্বেষপূর্ণ' ও 'মিথ্যা' বলে অভিহিত করেছেন রাজকুমার হিরানি। অভিযোগে বলা হয়েছে, 'সঞ্জু' ছবির পোস্ট প্রোডাকশনের সময় নিজ অফিসে হিরানি তার নারী সহকারীকে উদ্দেশ্য করে যৌন বিষয় কথা বলেন, পরে হেনস্তাও করেন। এরপর আরো ছয় মাস ওই নারী তার হেনস্তার শিকার হন।

হাফিংটন পোস্টকে ওই নারী বলেন, এটা ছিল অসহনীয়, কিন্তু মুখ বুঝে সব সহ্য করে গেছি ,কারণ আমি চাইনি আমার চাকরিটা চলে যাক কিংবা আমার কাজ নিয়ে প্রশ্ন উঠুক।

ছবির সময় এ বিষয়ে মুখ না খুললেও পরে ওই নারী সহকারী আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনেন হিরানির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করলেও এর মধ্যে শাস্তি ভোগ শুরু করেছেন হিরানি। সোনম কাপুর-রাজকুমার রাও অভিনীত 'এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ছবিটির প্রযোজক ছিলেন তিনি। এরই মধ্যে ছবি থেকে তাকে বাদ দেয়া হয়েছে।

বলিউডে যৌন হেনস্তার অভিযোগ নতুন কিছু নয়। এর আগে অভিনেতা নানা পাটেকর, সংগীত শিল্পী কৈলাস খের, অভিনেতা নওয়াজউদ্দিনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল।