শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার তারা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
গোপালগঞ্জে শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ছোট পর্দার বেশ কজন তারকা ও নির্মাতা। আজ সন্ধ্যায় কিছুক্ষন আগে কেরানীগঞ্জে এ ঘটনা ঘটে।
শনিবার রাতে এ তথ্য জানিয়েছে অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর।
গোলাম কিবরিয়া বলেন, বিকেলে গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্য রওনা দেই। আমাদের গাড়িকে কেরানীগঞ্জে একটি বাস ধাক্কা দেয়। এসময় গাড়িতে ছিলেন কল্যাণ কোরাইয়া, স্বাগতা, অ্যালেন শুভ্র, ও রানী আহাদ, নির্মাতা বিইউ শুভ, স্বাধীন ফুয়াদ ও রাইসুল তমাল। তবে কেউ গুরুতর আহত হননি। কল্যাণ কিছুটা আহত হলে সুস্থ আছেন। আমরা এখন ফেরী পার হয়ে গেছি।
তিনি বলেন, আল্লার কাছে অনেক শুকরিয়া যে কারো কোন ক্ষতি হয়নি। বাসটি যেভাবে ধাক্কা দিয়েছিলো এতোক্ষণে হয়তো ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতো। বাসটিকে পুলিশ আটক করে। পরবর্তীতে ক্ষতিপূরণ নিয়ে মিমাংসা করে ছেড়ে দেয়া হয়েছে।
তানভীর আরো জানিয়েছেন, তারা গোপালগঞ্জে ৩-৪ দিন অবস্থান করবেন। সেখানে তারা কয়েকটি নাটকের শুটিংয়ে অংশ নিবেন।
