বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সৈয়দ আশরাফ অসম্ভব সৎ ছিলেন: আইভী

নিজস্ব প্রতিনিধি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সৈয়দ আশরাফ সব সময় একটা কথাই বলতেন যে রাজনীতিতে নীতি ও আদর্শ থাকা একান্ত প্রয়োজন। যেটা হয়তো আমাদের মাঝে অনেকটাই নাই। তিনি কিছুটা অভিমানী থাকলেও ব্যক্তিগতভাবে তিনি অসম্ভব সৎ ছিলেন। রবিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪ টায় নগর ভবন প্রাঙ্গণে জনপ্রশাসন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের তিনি এইসব কথা বলেন।

সৈয়দ আশরাফ সম্পর্কে তিনি আরো বলেন, উনার সম্পর্কে তেমন কিছু বলার নাই। শুধু বলতে চাই তিনি মন্ত্রী হিসেবে থাকা অবস্থায় আমাদের অনেক সহযোগীতা করেছেন। ব্যক্তিগতভাবে উনার কাছে আমার কিছুই চাওয়ার ছিল না। সিটি কর্পোরেশনের জন্য আমি যখনি গিয়েছি উনার কাছ থেকে ফিরে আসিনি।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রধান কর্মকর্তা এএফএম এহতেশামূল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, কাউন্সিলর নাজমুল আলম সজল, কাউন্সিলর হাসান আহমেদ, কাউন্সিলর শফিউদ্দিন আহমেদ, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।