মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫   কার্তিক ১৩ ১৪৩২   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

নাটোরে ১৩তম মহিলা বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি ১৩তম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে এলাকায় এ ব্যাপারে পোস্টারিং, লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। ইজতেমার আয়োজক আলহাজ শের আলী শেখ জানান, প্রথম দিন আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। তিনদিনই ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ বক্তারা আলোচনা রাখবেন। শেষ দিন বিকালে আখেরি মোনাজাত করবেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ড. হাফিজা নাসির। 

দূরাগত মহিলাদের জন্য কলেজের মহিলা হোস্টেলে নিরাপদ পরিবেশে রাত্রীযাপন ও খাওয়ার ব্যবস্থা করা হবে। সমাপনী দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ। 

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, অন্যান্য বছরের মত এবারও ইজতেমার নিরাপত্তা বিধানে পুরুষসহ পর্যাপ্ত মহিলা পুলিশ মোতায়েন থাকবে।