প্রধানমন্ত্রীকে বেলারুস ও হাঙ্গেরির অভিনন্দন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়সহ চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুস ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
রোববার পৃথক বার্তায় এসব অভিনন্দন জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় বেলারুসের প্রধানমন্ত্রী সের্গেই রুমাস বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা দৃঢ় করতে এবং জনগণের কল্যাণে নিশ্চিত করার ক্ষেত্রে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অবদান রাখবেন। এ প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে দৃঢ় প্রত্যয় করেছে বেলারুস।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।
অভিনন্দন বার্তায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহযোগিতার উন্নয়নে প্রচেষ্টা অব্যহত রাখার ব্যপারে তার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি ‘সাউর্দার্ন ওপেনিং পলিসি’র অংশ হিসাবে দক্ষিণ এশিয়ার প্রতি হাঙ্গেরির গুরুত্বারোপের কথা উল্লেখ করেন।
এছাড়া ২০১৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি সফরের কথাও তিনি স্মরণ করেন।
