মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫   শ্রাবণ ২১ ১৪৩২   ১০ সফর ১৪৪৭

টেলিফোন সুইচ নির্মাতা থেকে শীর্ষস্থানীয় মোবাইল প্রস্তুতকারক

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

১৯৮৭ সালে চীনের লিবারেশন আর্মি থেকে অবসর নিয়েছিলেন ৪০ বছর বয়সী রেন ঝেংফেই। এরপর ছোট পরিসরে প্রতিষ্ঠা করেন একটি প্রযুক্তি কোম্পানি, যা টেলিফোন সুইচ উৎপাদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। ৩২ বছর আগের ছোট্ট টেক স্টার্টআপটি এখন অনবদ্য সাফল্য ও অনুপ্রেরণার নাম। চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের কথা বলা হচ্ছে। বিশ্বের বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতার তকমাও এখন প্রতিষ্ঠানটির দখলে।

কার্যক্রম শুরুর ২৫ বছর পর ২০১২ সালে হুয়াওয়ের সাফল্যের প্রথম ও বড় চমকের দেখা মেলে। সে বছর টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সরঞ্জাম ব্যবসা খাতের বৃহৎ প্রতিষ্ঠান এরিকসনকে টপকে শীর্ষ অবস্থানে জায়গা করে নেয় হুয়াওয়ে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০১৮ সালে স্মার্টফোন ডিভাইস বিক্রির দিক থেকে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নেয় রেন ঝেংফেই প্রতিষ্ঠিত হুয়াওয়ে। একই বছর বিশ্বব্যাপী ২০ কোটি ইউনিট স্মার্টফোন সরবরাহ করে নতুন রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের এমন উত্থানের পেছনের গল্প কী? বিশ্লেষকরা বলছেন, চীনভিত্তিক এ টেলিকম সরঞ্জাম নির্মাতা সৃজনশীল উদ্ভাবন দিয়ে গ্রাহকদের মন জয় করেছে। বিশ্ববাজারে দৃঢ় ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে। এর সময়োপযোগী প্রযুক্তিই খুব অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, ২০১০ সালে বিশ্ববাজারে হুয়াওয়ের মোবাইল ফোন বিক্রি হয়েছিল ৩০ লাখ ইউনিট, যা গত বছর ২০ কোটি ইউনিটের মাইলফলক অতিক্রম করেছে। গত আট বছরে প্রতিষ্ঠানটির ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে ৬৬ গুণ। ১৭০টি দেশে ব্যবসা পরিচালনা করছে হুয়াওয়ে। বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি মানুষ তাদের স্মার্টফোন ব্যবহার করছে।

হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের তথ্যমতে, বিশ্বব্যাপী পি-২০, মেট-২০ সিরিজ এবং অনার ব্র্যান্ডের স্মার্টফোনের ব্যাপক চাহিদার কারণে নতুন রেকর্ড ছুঁতে পেরেছে হুয়াওয়ে। প্রফেশনাল ফটোগ্রাফির জন্য জুুতসই পি-২০ সিরিজের ফোন বাজারে ছেড়ে ব্যাপক সাড়া ফেলে প্রতিষ্ঠানটি। উন্মোচনের খুব অল্প সময়ের মধ্যে পি-২০ সিরিজের ডিভাইস সরবরাহ ১ কোটি ৬০ লাখ ইউনিট ছাড়িয়ে যায়।

হুয়াওয়ের আরেক চমক মেট-২০ সিরিজের হ্যান্ডসেট। গত অক্টোবরে উন্মোচন করা হয় এ সিরিজের ডিভাইস। সর্বাধুনিক প্রযুক্তির মেট-২০ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ার দুই মাসের মধ্যে ৫০ লাখ ইউনিটের বেশি সরবরাহ হয়।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে হুয়াওয়ের নোভা সিরিজ তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গত বছরের শেষ পর্যন্ত ৬ কোটি ৫০ লাখ ইউনিটের বেশি নোভা সিরিজের স্মার্টফোন বাজারজাত করে হুয়াওয়ে। মাঝারি বাজেটের নোভা সিরিজ বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে রয়েছে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ বলেন, গ্রাহক চাহিদাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক পণ্য আনতে প্রতিজ্ঞাবদ্ধ হুয়াওয়ে। যুগোপযোগী পণ্য আনতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হয়েছে।

তথ্যসূত্র: হুয়াওয়ে বাংলাদেশ