স্যামসাং-মিডিয়াটেকের ফাইভজি চিপ নেবে অ্যাপল
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

চলতি বছর আইফোনের নতুন সংস্করণের জন্য ফাইভজি মডেম চিপ স্যামসাং ও মিডিয়াটেকের কাছ থেকে সংগ্রহ করবে অ্যাপল। বিদ্যমান মডেম চিপ সরবরাহকারী ইন্টেলের পাশাপাশি স্যামসাং ও মিডিয়াটেকের সঙ্গে এরই মধ্যে আলোচনায় বসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গত শুক্রবার কোয়ালকমের বিরুদ্ধে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনে (এফটিসি) একটি মামলার সাক্ষ্য দেয়ার সময় এ কথা বলেন অ্যাপলের এক নির্বাহী। খবর রয়টার্স।
২০১১-১৬ লাল পর্যন্ত আইফোনের মডেম চিপ সরবরাহ করেছে কোয়ালকম। মডেম চিপ আইফোন ডিভাইসকে ওয়্যারলেস নেটওয়ার্কে যুক্ত করে। ২০১৬ সালে ইন্টেল ও কোয়ালকমের কাছ থেকে মডেম চিপ সংগ্রহ করে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে রয়্যালটি নিয়ে মামলার জেরে কোয়ালকমকে বাদ দিয়ে নতুন আইফোনের সব চিপ ইন্টেলের কাছ থেকে নেয় অ্যাপল।
অ্যাপলের নির্বাহী কর্মকর্তা টনি ব্লেভিনস বলেন, শুধু ইন্টেল নয়, চলতি বছর নতুন আইফোনের জন্য ফাইভজি মডেম চিপ প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও মিডিয়াটেকের কাছ থেকে নেয়ার পরিকল্পনা হয়েছে। চলতি বছরই পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরুর আশা করা হচ্ছে। বর্তমান ফোরজি নেটওয়ার্কের চেয়ে কয়েক গুণ দ্রুতগতির সেবা মিলবে ফাইভজি নেটওয়ার্কে।
এফটিসির পক্ষ থেকে কোয়ালকমের বিরুদ্ধে প্রিমিয়াম মডেম চিপ বাজারে শীর্ষস্থান ধরে রাখতে প্রতিদ্বন্দ্বিতাবিমুখ পেটেন্ট লাইসেন্স করানোর অভিযোগ করা হয়েছে।
গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার এক আদালতে ব্লেভিনস বলেন, মডেম চিপের জন্য অনেক আগে থেকেই একের অধিক সরবরাহকারীর সঙ্গে চুক্তি করার কথা ভাবছে অ্যাপল। ইন্টেলকে বাদ দিয়ে পরবর্তী সময়ে শুধু কোয়ালকমের সঙ্গে এ চুক্তি করা হয়। কারণ হিসেবে তিনি কোয়ালকমের পেটেন্ট লাইসেন্স বাবদ ব্যয় কম বলে উল্লেখ করেন।
ধারণা করা হচ্ছে, চলতি বছরই ফাইভজি সমর্থিত আইফোন উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। এর আগে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২১ সালের আগে আইফোনে ফাইভজি নয়। অ্যাপল জনপ্রিয় আইফোনে নতুন প্রযুক্তি যুক্ত করতে বরাবরই কয়েক বছর অবধি সময় নেয়। ফোরজির বাণিজ্যিক ব্যবহার শুরু হওয়ার প্রায় দুই বছর পর আইফোনে যুক্ত করা হয়েছিল। কবে নাগাদ ফাইভজি সমর্থিত আইফোন উন্মোচন করা হবে, সাক্ষ্য দেয়ার সময় এ বিষয় এড়িয়ে গেছেন টনি ব্লেভিনস।