বাণিজ্য মেলায় ওয়ালটনের ফোনে ডিসকাউন্ট
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯ রোববার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের স্মার্টফোনে ১০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও, মেলায় বিশেষ ডিসকাউন্টে ফিচার ফোন বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটন মোবাইল ফোনের বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, বাণিজ্য মেলার ২৩ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়ন থেকে ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামের এসব স্মার্টফোন কিনে এসএমএসের মাধ্যমে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করলেই মিলবে ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।তিনি জানান, অফারটি পেতে ফোন কেনার পর ম্যাসেজ অপশনে গিয়ে বিও (BO) লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই (IMEI) নম্বর লিখে ০১৭৫৫৬১১১১১ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে ডিসকাউন্টের পরিমাণ জানিয়ে দেয়া হবে। বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন থেকে স্মার্টফোন কিনলেই কেবল গ্রাহকরা এই ডিসকাউন্ট পাবেন।