সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে ধোনি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯ রোববার

ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অবস্থানটা কিছুটা নড়বড়ে। আগামী বিশ্বকাপে কিংবদন্তি এই ক্রিকেটারকে ভারতের জার্সি গায়ে দেখা যাবে কি না তা এখনও অনিশ্চিত। তবে শনিবার অসাধারণ এক মাইলফলক স্পর্শ করেছেন ভারতকে দুইটি ভিন্ন ফরম্যাটে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ধোনি।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে যখন ধোনি ব্যাট করতে নামেন, তখন তিনি এই ফরম্যাটে ১০ হাজার রান থেকে মাত্র এক রান দূরত্বে ছিলেন। সেই দূরত্বের অবসান ঘটিয়ে এদিন পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এ রেকর্ড আছে কেবল আর মাত্র ১২ জনের।

ভারতীয়দের মধ্যে ধোনির আগে এই ক্লাবে নাম লেখান যথাক্রমে শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি। গত কাল সিডনিতে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে রিচার্ডসনের শেষ বলটি থেকে এক রান তুলে তাদের সাথে নাম লেখা ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি। এদিন রোহিতের সাথে ১৩৭ রানের জুটি গড়েন তিনি। তবে দলকে জেতাতে পারেননি। ধোনি ব্যক্তিগত ৫১ রানে আউট হয়ে যান।

অবশ্য ওয়ানডেতে আগেই ১০ হাজার রান হয়ে গিয়েছিল ধোনির। কিন্তু ২০০৭ সালে এশিয়া একাদশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ধোনি। ফলে ভারতের জার্সি গায়ে ১০ হাজার রান পূর্ণ হয়নি তার। যা গত কাল পূর্ণ করেন। ৩৩৩ ওয়ানডেতে ৫০.১১ গড়ে ধোনির মোট রান ১০২২৪। তার ঝুলিতে সেঞ্চুরি ১০টি, হাফ সেঞ্চুরি ৬৮টি।