বুধবার   ০৬ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১১ সফর ১৪৪৭

স্মার্টফোন ও ট্যাব মেলার পর্দা নামছে রাতে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯ রোববার

তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলার পর্দা নামছে আজ শনিবার রাতে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার শেষদিন সকাল থেকেই মেলার প্রবেশমুখে দেখা যায় দর্শনার্থীদের ভিড়।

 

এর আগে গত বৃহস্পতিবার শুরু হয় মেলা।

আজ সকাল থেকেই স্মার্টফোন স্টলগুলো ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, মটোরোলা, নকিয়া, আইফোনসহ প্রদর্শনীতে আসা ব্র্যান্ডগুলোতে আগ্রহ রয়েছে অনেকের। শেষদিনে অনেক স্টল তাদের উপহারের তালিকা আরো বড় করেছে।

 

মেলায় মোবাইল কিনতে আসা এক ক্রেতা জানান, তিনি তার বাজেট যা তার চেয়ে কম দামে মোবাইল কিনেছেন। তাই মনে করছে এ রকম মেলার আয়োজন করার প্রয়োজন আছে।

এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে।

অংশ নিয়েছে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস, বিজয় এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।

 

ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও। এ ছাড়া মেলায় বেশ কিছু মডেলের স্মার্টফোন উম্মেচনও করা হয়েছে।

অত্যাধুনিক প্রযুক্তিপণ্যে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিশেষ মূল্যছাড় ও উপহারে জমে উঠেছে টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৯।

মেলা চলবে আজ রাত ৮টা পর্যন্ত।
স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি একাদশ প্রদর্শনী।