শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

কলকাতার ছবিতে শাহেদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯ রোববার

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন শাহেদ শরীফ খান। এবার কলকাতার একটি ছবিতে অভিনয় করলেন তিনি। ছবির নাম ‘সেনাপতি’।

 

এটি পরিচালনা করেছেন রিঙ্গো ব্যানার্জি।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহেদ। এ ছবিটি দুই বাংলাতেই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, ‘প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করেছি।

অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এ ছবির গল্প আমাকে দিয়েই শুরু হবে। শুটিংসহ অন্য কাজ এরই মধ্যে শেষ হয়েছে। শুনেছি শিগগিরই ছবিটি মুক্তি পাবে।’

অন্যদিকে বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্র ছায়া’ নামে আরেকটি ছবিতে অভিনয় করেছেন শাহেদ। এতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। টেলিভিশন নাটকেও সরব তিনি।

তার অভিনীত দুটি দীর্ঘ ধারাবাহিক শিগগিরই প্রচারে আসবে। এগুলো হল ইসমত আরা শান্তি পরিচালিত ‘হাজার রকমের ভালোবাসা’ (এনটিভি) ও মোস্তফা মননের পরিচালনায় ‘বন্ধু তুমি শত্রু তুমি’ (দীপ্ত টিভি)।