শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

আসিফ চাইলে তার সঙ্গে গান করতে আপত্তি নেই সৈয়দ আবদুল হাদীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯ রোববার

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী যুবরাজখ্যাত আসিফ আকবরের সঙ্গে গান গাইতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।

 

সম্প্রতি যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে আসিফের সঙ্গে গান গাইতে আপত্তি আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে হাদী বলেন, ‘আসিফের সঙ্গে আমার ভালো সম্পর্ক। সে আমার ছোট ভাইয়ের মতো।

আমাদের সময় যারা গান শুরু করি তাদের প্রধান সম্পদ ছিল নিজের কণ্ঠ। আসিফের এই সম্পদ আছে। সে তার কণ্ঠ দিয়েই সঙ্গীতাঙ্গন মাতিয়ে রেখেছে। তার গান শুনতে আমারও ভালো লাগে। তার বলিষ্ঠ গায়কি আমাকে মুগ্ধ করে।

সে যদি চায় তার সঙ্গে গান গাইতে আমার কোনো আপত্তি নেই। তার সঙ্গে গান গাইতে পারলে আমার ভালোই লাগবে।’ তিনি আরও বলেন, ‘আসিফ আমাকে বড় ভাই বলেই সম্বোধন করে। সে ক্ষেত্রে দুই ভাই মিলে গান করলে আশা করি আমাদের শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।’ সৈয়দ আবদুল হাদী বর্তমানে গান নিয়েই ব্যস্ত আছেন।

পুরনো গান রেওয়াজ করছেন। নতুন কিছু গান করার বিষয়েও পরিকল্পনা করছেন। সদ্যবিদায়ী বছর ২০১৮ সালে আসিফ আকবর ১০৬টি গান রেকর্ড করেন। চলতি বছর ১৩০টি গান রেকর্ড করবেন বলে জানিয়েছেন এ শিল্পী। এরই মধ্যে ‘চল পালাই’ নামে তার গাওয়া একটি গান প্রকাশ হয়েছে।