নির্বাচনে অংশ নেয়া দলগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫০ এএম, ১৩ জানুয়ারি ২০১৯ রোববার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভা সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দলগুলো অংশ নিয়েছিল এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে যারা সংলাপ করেছেন তাদের প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা। এ জন্য গণভবনে একটি পিঠা উৎসবের আয়োজন করা হবে।
বৈঠকে উপস্থিত দলীয় নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আরেকবার সরকারে আসায় সরকার এবং দল দুটোর দায়িত্ব বেড়ে গেছে। সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো- দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা। বড় বড় যেসব প্রকল্প হাতে নিয়েছি সেসব প্রকল্প শেষ করে আরও উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে।
