শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

অভিনয় বেশি ভালোবাসি: তিশা

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১১ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে।

ধারাবাহিক নাটকে কাজ করেন না বললেই চলে। ওয়েব নাটকেই ইদানীং বেশি দেখা যাচ্ছে তাকে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* যুগান্তর: বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** তিশা: খুব বেশি কাজ করছি না। ভালোবাসা দিবসের জন্য নির্মিত কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। নামগুলো মনে পড়ছে না। কয়েকটি ওয়েব নাটকের কাজও করেছি। শিগগিরই কয়েকটি ইউটিউব চ্যানেলে নাটকগুলো প্রচার হবে।

* যুগান্তর: আপনাকে খুব একটা ধারাবাহিক নাটকে দেখা যায় না। কারণ কী?

** তিশা: ধারাবাহিক নাটকের জন্য মাসের একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখতে হয়। যা বেশিরভাগ সময় আমার কাছে সম্ভব হয় না। আবার ধারাবাহিকে কাজ করতে গেলে অনেক সময় পছন্দ হলেও ভালো গল্পের ওয়েব নাটক বা খণ্ড নাটক ছেড়ে দিতে হয়। সে কারণে আমি ধারাবাহিকে তেমন কাজ করি না।

* যুগান্তর: মিউজিক ভিডিওতেও আপনাকে দেখা গেছে। দর্শকপ্রিয়তাও পেয়েছিলেন। এ মাধ্যমে নিয়মিত নন কেন?

** তিশা: ভালো মিউজিক ভিডিও দর্শকপ্রিয়তা পাবেই। পছন্দ না হলে মিউজিক ভিডিওতে কাজ করি না। ভালো কাজের জন্যই অপেক্ষা করছি। দর্শক আমাকে ভবিষ্যতেও মিউজিক ভিডিওতে দেখতে পাবেন।

* যুগান্তর: মডেল বা উপস্থাপনা কোনটি বেশি পছন্দ?

** তিশা: আমি শখের বশে কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনাও করেছি। মডেলিং করি বেশি দিন হয়নি। শেষ অবধি অভিনয় বেশি ভালোবাসি। অভিনয় নিয়েই থাকতে চাই।

* যুগান্তর: ছবিতে অভিনয় নিয়ে কোনো খবর আছে কি?

** তিশা: ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। কিন্তু ভালো গল্প বা চরিত্র না পেলে অভিনয় করব না। ছবিতে অভিনয়ের ইচ্ছা আছে। গল্পনির্ভর ছবির প্রস্তাব পেলে অভিনয় করব।

*যুগান্তর: ভবিষ্যৎ পরিকল্পনা কী?

** তিশা: পরিকল্পনা করে কাজ করি না। ভালো ও গল্পনির্ভর কাজের অপেক্ষায় আছি। ভালো ভালো কাজ করতে চাই।