হৃত্বিকের জন্মদিনে হাজির সাবেক স্ত্রী সুশান খান
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার
মুম্বইয়ের এক রেস্তোরাঁয় বেশ ঘটা করে জন্মদিন পালন করলেন হৃত্বিক রোশন।
এ বলিউড স্টারের ৪৫তম জন্মদিনে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন তার সাবেক স্ত্রী সুশান খান। খবর এনডিটিভির।
এতে আরও ছিলেন- স্বামী গোল্ডি বেহলকে নিয়ে সোনালি বেন্দ্রে, সুশানের ভাই জায়েদ খান ও তার স্ত্রী মালাইকা পারেখ, গায়ত্রী জোশি ও তার স্বামী বিকাশ ওবেরয়।
সুশান হৃত্বিক বাবা রাকেশ রোশনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দেখা করেন।
সম্প্রতি ক্যানসারের চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন সোনালি বেন্দ্রে। তিনি এ দিন ফ্লোরাল প্রিন্টেড পেনসিল স্কার্ট ও কালো হুডি পরে আসেন স্বামীর সঙ্গে। তিনি সবার সঙ্গে হাসিমুখে পোজও দেন।
