সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

বাংলাদেশ আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াং লি। তিনি মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডও সফর করবেন।

জেনেভা থেকে পাওয়া বার্তা অনুসারে, বাংলাদেশে ও থাইল্যান্ড দুই দেশে লির ১১ দিনব্যাপী সফর শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। শেষ হবে ২৪ জানুয়ারি।

প্রথমে থাইল্যান্ড দিয়ে যাত্রা শুরু করবেন লির। এরপর ১৯ জানুয়ারি ঢাকা পৌঁছার কথা রয়েছে তার। বাংলাদেশে আসার পর এখানকার শরণার্থী শিবিরগুলোতেও যাবেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ এ দূতের সফর পরিকল্পনায় নোয়াখালীর ভাসানচরেও যাওয়ার কথা রয়েছে। এ দ্বীপটিতে রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার।