সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

ছাদ থেকে ইট পড়ে ১৬ দিনের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার

রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়ক সংলগ্ন জোনাকি রোডের পাশে একটি ভবন থেকে ইট পড়ে খালার কোলে থাকা ১৬ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম আবদুল্লাহ।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এভাবে নবজাতকের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। মাত্র ১৬ দিন ছিল শিশুটির বয়স। আর যে ইট ফেলছে, তার বয়সও মাত্র সাড়ে তিন বছর।

নিহত শিশুটির বাবা কবির হোসেন জানান, সকালে আবদুল্লাহর খালা তামিম ‍সুলতানা তাকে কোলে নিয়ে বাসার সামনের গলিতে রোদে বসেছিলেন। পাশেই চারতলা একটি ভবনের ছাদে শিশুরা খেলছিল। হঠাৎ সেখান থেকে একটি ইট আব্দুল্লাহর মুখের ওপরে পড়ে। তাৎক্ষণিভাবে তাকে আগারগাঁও শিশু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী লাইজু ও মেয়ে আয়শাকে নিয়ে জোনাকি রোড এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়ায় থাকেন কবির হোসেন।