চেহারার বার্ধক্য রোধে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

সৌন্দর্য পূজারি বিশেষ করে নারীদের মুখের বার্ধক্য রোধের জন্য সুখবর হল- আর কোনো ভাবনা নয়। কারণ, কসমেটিক জগতের বিস্ময় ‘পিআরপি থেরাপি’ এখন আপনার হাতের নাগালে।
মুখের সৌন্দর্য নিয়ে যত ভাববেন, তত বুড়িয়ে যাবেন। এতে সৃষ্টি হবে মুখের ত্বকে বয়সের চিহ্ন অর্থাৎ ত্বক বুড়িয়ে যাওয়া।
মুখের ত্বকে আনাড়ি ম্যাসাজ, বিউটি পার্লারে গিয়ে ঘনঘন ফেসিয়াল করা, ব্রনের ভুল চিকিৎসা বা অসমাপ্ত চিকিৎসা নেয়া, রোদে হাঁটা, নিয়মিত ত্বকের পরিচয়া না করা- এসব সৃষ্টি করছে অতি অল্প বয়সে কপালে কুঞ্চন রেখা, অসংখ্য অগভীর ও গভীর বলিরেখা, ছোট ছোট গর্তের সমাহার আর নাকের দু-পাশে গভীর ফারো বা খাঁজ। এতে মুখের ত্বক এবড়ো থেবড়ো হয়ে সৃষ্টি হচ্ছে বিকৃতি।
মুখের ত্বকের এসব বিড়ম্বনা দূর করে দেবে এক অপার বিস্ময় ‘পিআরপি থেরাপি।’ মাত্র এক বা দুই সেশন চিকিৎসায় আপনার ত্বকে ফিরে আসবে যৌবন। মুখ হয়ে উঠবে কমনীয় ও সতেজ। ফিরে আসবে ত্বকের মসৃণতা। আপনাকে একরাশ সৌন্দর্যের উপহার দেবে। তাই ‘পিআরপি থেরাপি’ করে নিন। এতে নেই কোনো যন্ত্রণা/পার্শ্বক্রিয়া, শতভাগ নিরাপদ।