কাশি, কফ এবং হাঁটলে শ্বাসকষ্ট হওয়া
খেলা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ক্রনিক ব্রঙ্কাইটিস হল শ্বাসনালির ভেতর কফ তৈরীর গ্রন্থি বা গ্র্যান্ডগুলো অতিরিক্ত পরিমাণ বেড়ে যাওয়া ফলে বেশি পরিমাণ শ্লেষ্মা বা কফ নিয়মিত নির্গত হয়।
এই অবস্থা সাধারণত ঘটে প্রতিনিয়ত শ্বাসনালিগুলো অতিরিক্ত পরিমাণ ধূলা, ধোঁয়ার সংস্পর্শে আসা এবং মাঝে মাঝে শ্বাসনালিতে ইনফেকশান হওয়ার কারণে।
ক্রনিক ব্রঙ্কাইটিস চিহ্নিত করা যায় অথবা নিশ্চিত হওয়া যায় যদি কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা বা কফ প্রতিদিন হয় যা কমপক্ষে বছরে ৩ মাস বা তার অধিক সময় থাকে এবং এই কফ বা কাশি যদি কমপক্ষে ২ বছর পর্যন্ত থাকে তবেই তাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলা যায়।
ক্রনিক ব্রঙ্কাইটিস সৃষ্টি হলে শ্বাসনালিতে কফের পরিমাণ বেড়ে যায়। এই রোগীর সকালে সাধারণত খুশখুশে কাশি হয়। কাশির সঙ্গে দৈনিক অল্প বা বেশি কফ নির্গত হয়। এই অবস্থার সঙ্গে বারবার শ্বাসনালিতে ইনফেকশন হয়।
অতিরিক্ত কফ বা শ্লেষ্মার কারণে ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়ে। ধীরে ধীরে ছোট ছোট শ্বাসনালিগুলো ইনফেকশন এবং শ্লেষ্মার কারণে বন্ধ হতে থাকে। যার কারণে বাতাস শ্বাসনালি দিয়ে ফুসফুসে প্রবেশ করা এবং ফুসফুস থেকে বের হওয়া বাধাপ্রাপ্ত হয়। যার ফলে ধীরে ধীরে শ্বাসকষ্ট শুরু হয়।
ক্রনিক ব্রঙ্কাইটিস এর কারণে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসনালিগুলো সংকুচিত হয় এবং কফ বা শ্লেস্মা দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ফলে কাশি, কফ এবং হাঁটলে শ্বাসকষ্ট এই উপসর্গগুলি একসঙ্গে বা আলাদা আলাদাভাবে দেখা দেয়।
অতিরিক্ত শ্লেষ্মা বা কফ তৈরির কারণে ঘনঘন ইনফেকশন হয়। এই শ্বাসনালিগুলো সরু হওয়ার কারণে ফুসফুসে বাতাস প্রবেশ করা এবং বের হওয়া কঠিন হয়ে পড়ে, যে কারণে শ্বাসকষ্ট হয়।