বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

মাথায় গোল টাক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

মাথায় গোল টাককে অ্যালোপেসিয়া অ্যারিয়াটা বলে। অ্যালোপেসিয়া অর্থ টাক ও অ্যারিয়াটা অর্থ একটি বিশেষ জায়গা।

সাধারণত টাক বলতে বুঝায় বংশগত ও বয়সের কারণে চুল পড়ে যাওয়া। খুশকির কারণেও টাক পরতে পারে। এ টাক সেই টাক নয়। অ্যালোপেসিয়া অ্যারিয়াটার ক্ষেত্রে হঠাৎ টাক দেখা দেয় এবং মাথার একটি বা কয়েকটি অংশে চুল না থাকলেও মাথার অন্য সব স্থানের চুল একদম স্বাভাবিক থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায়, সকালে ঘুম থেকে উঠে চুল আঁচড়াতে গিয়ে লক্ষ্য করলেন, তার মাথায় একটি স্থানের চুল নেই অথবা তিনি হয়তো খেয়ালই করেননি।

আসলে চুল পড়ে গেছে বা ঝরে গেছে। ঝরে যাওয়া চুল বাতাসের সঙ্গে দূরে কোথাও উড়ে গেছে। তবে এ টাক শুধু মাথায় হবে তা কিন্তু নয়। হতে পারে দাড়ি, গোফ কিংবা ভ্রুতে। প্রথম দিকে এ টাক এক বা দুটো অংশে সীমাবদ্ধ থাকলেও কিছুদিনের মধ্যে বেশ কয়েকটি স্থানে হয়ে থাকে।

এ ধরনের চুল পড়ার বিশেষত্ব হল, আক্রান্ত স্থানে চুলের কোনো গোড়া খুঁজে পাওয়া যাবে না। চকচকে পিচ্ছিল মনে হবে স্থানটি। আক্রান্ত স্থানের ত্বক দেখলে মনে হতে পারে স্থানটির ত্বক একটু ডেবে গেছে। এ ধরনের টাক পড়তে পড়তে এক সময় পুরো মাথাটাই টাক হয়ে যেতে পারে।

একে বলে অ্যালোপেসিয়া টোটালিস। এ থেকে ক্রমেই বিস্তৃত হয়ে পুরো দেহের চুল পড়ে যেতে পারে, একে বলে অ্যালোপেসিয়া ইউনিভার্সিলিস। জীবাণু, বংশগত কারণে, মানসিক চাপ ও থাইরয়েড গ্রন্থির প্রভাবে এ ধরনের টাক পড়তে পারে। অনেক ক্ষেত্রে এ ধরনের টাক আপনা আপনি সেরে যায়। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে এ ধরনের টাক হলে নতুন চুল গজানোর সম্ভাবনা কমে যায়। এর কার্যকরী চিকিৎসা আছে।

ডা. দিদারুল আহসান

ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ

আল রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা।

মোবাইল ফোন : ০১৭১৫৬১৬২০০