শরীর দেখিয়ে সানিকে টক্করের চ্যালেঞ্জ পাকিস্তানি মডেলের!
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
তহমিনা আফজল। বলিউডে এখনো পা রাখেননি এই পাকিস্তানি মডেল। তবে উনি আসলে যে সানি লিওনের বাজার মন্দা হয়ে পড়বে এইটা অনেকটা হলফ করেই বলা যায়!
কেননা এই পাকিস্তানি মডেলের রুপ এবং আবেদনে মগ্ন পুরো বলিউড এবং পাকিস্তানের বিনোদন প্রেমিরা। সানিকে সমানে সমানে টক্কর দেওয়ার হিম্মত রাখা দুই সন্তানের মা তহমিনা আফজলের নিজের শরীর দেখাতেও কোন আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।
পাকস্তানি তহমিনা শুধু নামী মডেলই নন, দুর্দান্ত সফটবল প্লেয়ারও। মার্কিন যুক্তরাষ্ট্রেই কেটেছে তার ছেলে বেলা। খেলাধুলোর জন্য নিউ ইয়র্কে স্কলারশিপ পেয়েছেন। ব্যাচেলার ডিগ্রি শেষ করে পুরোপুরি মডেলিং কেরিয়ারকেই বেছে নেন। কয়েকটি মিউজিক ভিডিয়োতে তহমিনার সাহসী লুকের জেরে দুনিয়াজুড়ে বিতর্কিত। পাকিস্তানেও তুমুল সমালোচনার মুখে পড়ে।
যদিও সেই সব সমালোচনাকে উড়িয়ে ৩০ বছর বয়সি তহমিনার বক্তব্য, নিজের সুন্দর শরীরটা দেখিয়ে কারো তো কোনো ক্ষতি করছি না। আর শরীর দেখাতে আমার কোন আপত্তিও নেই। যদিও এটা আমার ধর্মের বিরুদ্ধে। তবে আমার পরিবার আমার পাশে আছে, তাই ভয় পাই না।
