বিপিএলের সূচি পরিবর্তন
খেলা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পরিবর্তিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়সূচি। মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া শনিবার ও রোববারের ম্যাচের সময় বদলে দেয়া হয়েছে।
আগামী তিন দিনের মধ্যে শুক্রবারের ম্যাচের সময় অপরিবর্তিত রেখে শনিবার ও রোববারের চারটি ম্যাচের সময়ই পেছানো হয়েছে। শুক্রবারের ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংসের ম্যাচ দুইটি শুরু হবে অপরিবর্তিত সময়ে।
শনিবারের চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কত ছিল ১২ টা ৩০ মিনিটে। বিকেলে দিনের দ্বিতীয় ম্যাচ ঢাকা ডায়নামাইটস লড়বে সিলেট সিক্সার্সের বিপক্ষে। ওই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ৫ টা ২০ মিনিটে। নতুন সূচিতে দুপুরের খেলা পিছিয়ে ১ টা ৩০ এবং সন্ধ্যার খেলা পিছিয়ে ৬ টা ৩০ মিনিটে নেয়া হয়েছে।

রোববারের সূচিতেও আনা হয়েছে একই পরিবর্তন। রোববার প্রথম ম্যাচে রাজশাহী কিংস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষেও সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং ভাইকিংস।
এখন পর্যন্ত এবারের বিপিএলে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ম্যাচেই ছিল দর্শকের খরা। মিরপুরে দর্শকের তেমন দেখা মিলেনি। অনেকেই দর্শকের অনুপস্থিতির জন্য দায়ী করেছিল ম্যাচের সময়কে।
পরবর্তী তিন দিনের ম্যাচের সূচি
১১ জানুয়ারি, ২০১৯ (শুক্রবার)
ম্যাচ ৯- ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স (দুপুর ২ টা) ম্যাচ ১০- কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস (সন্ধ্যা ৭ টা)
১২ জানুয়ারি, ২০১৯ (শনিবার)
ম্যাচ ১১- চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস (দুপুর ১ টা ৩০) ম্যাচ ১২- ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স (সন্ধ্যা ৬ টা ৩০)
১৩ জানুয়ারি, ২০১৯ (রোববার)
ম্যাচ ১৩- রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস (দুপুর ১ টা ৩০) ম্যাচ ১৪- চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স (সন্ধ্যা ৬ টা ৩০)
